পবিত্র মাহে রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত বিএনপির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাৎ বার্ষিকী এবং বিএনপির চেয়ারপার্সন কারাবন্দি আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া’র মুক্তি ও সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠতি হয়। বৃহস্পতিবার ৩০ মে দুবাই’র স্থানীয় গ্র্যান্ড এক্সিসেলর হোটেল বল রুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংযুক্ত আরব আমিরাত বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মাহে আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউ এ ই বিএনপির সভাপতি জাকির হোসেন, প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল সালাম তালুকদার, শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী জাহাঙ্গীর আলম রুপু, এতে আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি নুরুল আলম,আমিরুল ইসলাম এনাম, জাকির হোসেন খতিব, মোহাম্মদ রফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম নওয়াব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক আঃকুদ্দুস, মোঃসোলাইমান, এন এম ফারুক, মোঃ বেল্লাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন,শাহেদ আহমেদ রসেল,কয়েছ আহমেদ,গাজী জাকের,মহিলা সম্পাদিকা সামসুন নাহার সপ্না প্রমুখ। অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে আরব আমিরাত বিএনপি, যুবদল সহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Discussion about this post