আরব আমিরাতের শারজায় রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় রিপন উদ্দিন (২৭) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মে) স্থানীয় সময় রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের দাউদপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রিপন ভিজিট ভিসায় আরব আমিরাতে এসে ইনভেস্টর ভিসার প্রসেস করে এবং ইনভেস্টর ভিসায় এখানে স্থায়ীভাবে বসবাসের জন্য পাশের দেশ ওমানে গিয়ে বুধবার শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। একইদিন শারজায় রাস্তা পারাপারের সময় একটি প্রাইভেটকারের ধাক্কায় রিপন আহত হলে তাকে স্থানীয় আল বেইথ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।
রিপনের লাশ বর্তমানে শারজা আল বেইথ হাসপাতালের হিমঘরে রয়েছে। তার লাশ দেশে ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া চলছে।
Discussion about this post