সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি নাইটক্লাব থেকে ৪ বাংলাদেশি তরুণীকে উদ্ধার করেছে দুবাই পুলিশ। বুধবার দুবাই’র মুরাক্কাবাত এলাকার একটি নাইটক্লাবে অভিযান চালিয়ে ১৯ নারী এবং পাঁচজন কর্মচারিকে আটক করা হয়। আটককৃত নারীদের মধ্যে বাংলাদেশি চারজনের বয়স ১৬ থেকে ১৭ বছরের মধ্য। গাল্ফ নিউজ জানিয়েছে, এসকল নারীদেরকে নাচে জন্য আনা হলেও তাদেরকে যৌনকাজে বাধ্য করা হতো। যদিও গত মার্চ মাসে পুলিশ সতর্ক করেছিলো, কম বয়সী নারীদের ডান্সক্লাবে কাজ করানো যাবে না।
বাংলাদেশি চার তরুণীকে বয়স বাড়িয়ে পাসপোর্ট করা হয়। বাংলাদেশে একটি দালাল চক্র এই কাজ করেছে বলে জানায় দুবাই পুলিশ। ১৭ বছর বয়সী বাংলাদেশি এক তরুণী পুলিশের কাছে জানান, সংসারে অভাবের কারণেই দুবাই এসেছি , তিনি আরো বলেন পাসপোর্ট এবং সকল খরচ বহন করেছে এক ব্যক্তি। অন্য এক মেয়ের সাথে তিনি এখানে এসেছেন। সংসারে অভাবের কারণেই নৃত্যশিল্পী হিসেবে কাজ করতে রাজি হয়েছিলাম।
দুবাই পৌঁছানোর চারদিন পর তারা আমাদের একটি নাইটক্লাবে নিয়ে যায়। সেখানে আমাদের বলা হয়, আমরা এখানে নৃত্যশিল্পী হিসেবে কাজ করবো। প্রত্যেক মাসে অন্তত তিনজন কাস্টমারের সঙ্গে অনৈতিক সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য তারা আমাকে নির্দেশ দেয়।’
বৃহস্পতিবার আটককৃতদের দুবাই কোর্টে হাজির করা হয়। তরুণীদের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে এবং আটক নাইটক্লাবের সদস্যদের বিরুদ্ধে মানবপাচারের আইনে মামলা করা হয়েছে। ১৮ জুন পরবর্তী শুনানীর দিন ঠিক করা হয়েছে।
Discussion about this post