লাল সুবজের পতাকাকে প্রবাসের বুকে সমুজ্জল করতে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সমিতির আরো একটি কার্যালয়ের যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার আমিরাতের শারজাহ গোবাইবায় বাংলাদেশ সমিতির নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ সমিতির শারজাহ শাখার সভাপতি এম এ বাশারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ মাকসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ইকবাল হোসেন খাঁন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি কেন্দ্রীয় কমিটির আবুধাবি শাখার সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার ও যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন তালুকদার।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতি শারজাহ শাখার সিনিয়র সহ-সভাপতি ইসমাইল গনি চৌধুরী, শাহাদাত হোসেন, অর্থ সম্পাদক আবুল কালাম, যুগ্ন সম্পাদক ইঞ্জি: করিমুল হক, সাংগঠনিক সম্পাদক প্রকোশলী এম এ মান্নান, জাহাঙ্গির আলম, সাংস্কৃতিক সম্পাদক ইঞ্জি: জাহাঙ্গির আলম রুপু, সহ- সাংগঠনিক আবুল বাসার, প্রচার সম্পাদক ইমাম হোসেন জাহিদ পারভেজ, মো: মাহাবুবুর রহমান, মো: মামুন ও মো: হোসেন।
এ সময় কমিউনিটির নেতৃবৃন্দ, আমিরাতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংঘঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
Discussion about this post