সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী সাংবাদিকের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র উদ্যোগে গতকাল প্রবাসীদের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আবুধাবীর সেন্ড মেরিন রেষ্টুরেন্টে আয়োজিত প্রেসক্লাব সভাপতি শিবলী আল সাদেক’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুরশেদ আলমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য করেন, আমিরাত বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসাইন। সাধারণ সম্পাদক আব্দুল ছালাম তালুকদার, আবুধাবী বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা লতিফ ফকির, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সিরাজুল হক, সহ সভাপতি মুহাম্মদ রফিক উল্লাহ্, যুগ্ম সম্পাদক কামরুল হাসান জনি সহ প্রবাসের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তরা বলেন, বস্তুনিষ্ট সংবাদ প্রচারের মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের সুখ দুঃখের খবর বিশ্ববাসীর কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে আমিরাতের বিভিন্ন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা কাজ করে যাচ্ছেন। বিগত দিনের মতো আগামীতে প্রবাসীদের পাশে থাকতে সকলের সহযোগিতা কামনা করেন তারা। পরে দেশ জাতি ও বিশ্বের সুখ সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।
Discussion about this post