সংযুক্ত আরব আমিরাতের শারজায় বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে প্রবাসীদের সম্মানে ইফতার মাহফিল ও সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার শারজা শিল্পনগরীতে আয়োজিত এ ইফতার মাহফিল ও সচেতনতা সভায় সহযোগিতা করেছে ইউজড কার এন্ড অটো স্পেয়ার পার্টসের বাংলাদেশি ব্যবসায়িদের সংগঠন। শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও কনসুলেটের প্রথম সচিব (শ্রম) ফকির মনোয়ার হোসেনের পরিচালনায় কনসাল জেনারেল ইকবাল হোসেন খানের অনুমতিক্রমে প্রধান অতিথি ছিলেন শ্রম কাউন্সিলর ফাতেমা জাহান। এ সময় আরো বক্তব্য রাখেন কনসুলেটের কমার্শিয়াল কাউন্সেলর কামরুল হাসান, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) নূরে মাহবুবা জয়া, প্রথম সচিব ও দূতালয় প্রধান প্রবাস লামারং, প্রথম সচিব (শিক্ষা, সংস্কৃতি ও পর্যটন) রফিকুল আমিন এবং কমিউনিটি নেতা অধ্যাপক এম এ সবুর সহ আরো অনেকে।
ইফতার পূর্ব আলোচনায় প্রবাসিদের সচেতনামূলক নানা বিষয় তুলে ধরা হয়। এ সময় কনসুলেট কর্মকর্তারা বৈধপথে টাকা প্রেরণ এবং আরব আমিরাতের আইন মেনে চলার বিষয়ে প্রবাসিদের আহবান জানান।
Discussion about this post