সংযুক্ত আরব আমিরাতে সৈয়দ আহাদ ফাউন্ডেশন কর্তৃক প্রবাসী শিশু-কিশোরদের নিয়ে ৫ম বারের মত আয়োজিত তেলাওয়াতে কোরআন প্রতিযোগিতার সমাপ্তি হয়েছে। ২৪ মে শুক্রবার আমিরাতের শারজাহ রেডিসন ব্লু হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে সমাপ্ত হয় মাসব্যাপী কুরআন প্রতিযোগিতার। প্রতিযোগিতার এ আসরের বাছাই পর্বে আমিরাতে অবস্থানরত ৩ শতাধিক হাফেজ ও সাধারণ প্রবাসী ছাত্রছাত্রী অংশ নেয়।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইসমাইল গণি চৌধুরী ও যুগ্ম সম্পাদক জাহাঙ্হীর আলম রূপু ও কাজী মোহাম্মদ আলীর পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইয়ে নিযুক্ত মান্যবর কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.রেজা খান।
এবারের আসরে হাফেজদের মধ্যে প্রথম হয়েছেন হাফেজ আব্দুল আজিজ। হাফেজদের মধ্যে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ হোন যযথাক্রমে মোহাম্মদ ওমর, আবু বকর, সাদ খুরশেদ আলম, মোহাম্মদ এস এম ও মোহাম্মদ সাইফুল্লাহ। এছাড়া সাধারণ ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে আরো ১০ জন প্রতিযোগিকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সৈয়দ আহাদ ফাউন্ডেশনের কো চেয়ারম্যান মাজহারুল ইসলাম মাহবুব,আইয়ুব আলী বাবুল, বাংলাদেশ সমিতি শারজাহ শাখার সভাপতি এম এ বাসার, প্রকৌশলী এম এ মান্নান, নুরুল ইসলাম, শারাফাত আলী, ইয়াকুব, আব্দুল কুদ্দুস, মোহাম্মদ হাসেম, নিজাম উদ্দিন, আব্দুল আলিম,আশিক মিয়া, জিল্লুর রহমান, রাজা মল্লিক, প্রকৌশলী নওশের আলী, ইমাম হোসেন পারভেজ, জাকির হোসেন, মানিক, হাবিব আরাফাত, নূরনবী, প্রকৌশলী মোরশেদ, মোঃ শাহাদাৎ হোসেন, মীর আহমদ, মাহাবুব, মেহেদী ইউসুফ সহ আরব আমিরাতে বসবাসরত সামাজিক সংগঠন, কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিক সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
সম্পাদনা : এম আই
Discussion about this post