হাফেজ মুহাম্মদ জাকারিয়া আন্তর্জাতিক কেরাত ও হিফজ প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের সুনাম বয়ে আনা অনন্য প্রতিভার অধিকারী কিশোর হাফেজ । এ পর্যন্ত অনেক গুলো আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করেছেন, পেয়েছেন সফলতা, যা দেশের জন্য গৌরবের।
২০১১ সালে কাতারে ৭৫ টি দেশের মাঝে ৪র্থ স্থান অর্জন করেন।
২০১৩ সালে জর্ডানে ৪৫ টি দেশের মাঝে ৩য় স্থান অর্জন করেন।
২০১৪ সালে মিসরে ৫৫ টি দেশের মাঝে ১ম স্থান অর্জন করেন।
২০১৫ আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৮০টি দেশের প্রতিযোগীকে হারিয়ে ৩য় ও সুন্দর সুর ক্যাটাগরিতে ১ম স্থান লাভ করে।
২০১৬ সালে কুয়েতে ৫৫টি দেশের অংশ গ্রহণে আন্তর্জাতিক কেরাত ও হিফজ প্রতিযোগিতায় ৪র্থ স্থান অর্জন করে।
২০১৬ সালে বাহরাইনে কেরাত ও হিফজ প্রতিযোগিতায় অংশ নিয়ে দুটোতে ১ম স্থান অর্জন করেন ।
২০১৭ সালে সুদানে ২ ক্যাটাগরিতে ৪র্থ স্থান অর্জন করেন।
হাফেজ জাকারিয়ার গ্রামের বাড়ি মানিকগঞ্জ। তার বাবা হাফেজ মাওলানা ফয়েজ উল্লাহ মানিকগঞ্জ হরিরামপুরের একটি মসজিদের ইমাম।
হাফেজ জাকারিয়ার সাফল্যের যাত্রা শুরু হয় ২০১৩ সালে বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশন আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করার মধ্য দিয়ে। সেবার দেশের বাছাইকৃত প্রায় ৩০ হাজার হাফেজের মধ্যে প্রথম স্থান অধিকার করে ৫ লাখ টাকা পুরস্কার পায় সে।
Discussion about this post