আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে দুবাই বাংলাদেশ কনসুলেট জেনারেল । শনিবার কনসুলেট প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশী কমিউনিটির সকল শ্রেণী ও পেশার ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
কনসুলেটের প্রথম সচিব (শ্রম) ফকির মোহাম্মদ মনোয়ার হোসেন এর সঞ্চালনায় সিরাজুল মোস্তফার কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন শ্রম কাউন্সেলর ফাতেমা জাহান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনসুলেট কনসাল জেনারেল ইকবাল হোসেন খান।
প্রধান অতিথির বক্তব্যে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান বলেন আমরা আবেগ প্রবণ জাতি, তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিজেদেরকে সতর্ক থাকতে হবে, যাতে প্রবাসে নিজ দেশের ভাবমূর্তি বিনষ্ট না হয়। প্রবাসে নিজ নিজ অবস্থান থেকে দেশকে এগিয়ে নেয়ার চেষ্টা করবেন। দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন কনসুলেট কর্মকর্তা শহিদ উল্লাহ।
ইফতার শেষে নৈশ ভোজের আয়োজন করা হয়।
Discussion about this post