তোশকে ভরে গাঁজা পাচারের সময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমান গামী এক বিমান যাত্রীকে আটক করা হয়েছে । জব্দ করা হয়েছে গাঁজা ভরা তোশকটি।
আজ সোমবার ১৮-০৩-২০১৯ সকালে তল্লাশির সময় ওই যাত্রীর নিকট তোশকে ভরা এ গাঁজা পাওয়া যায়। অভিনব কায়দায় প্রায় ১০-১৫ কেজি গাঁজা দিয়ে তোশকটি তৈরি করা হয়েছে। দুবাইগামী ওই যাত্রী সকালে এসব নিয়ে বিমান বন্দরে প্রবেশ করে। সে সময় তল্লাশিতে গাঁজা ভরা তোশকটি ধরা পড়ে। সঙ্গে সঙ্গে তার তোশক জব্দ করা হয়েছে। তবে তাৎক্ষণিক ওই যাত্রীর নাম জানা যায়নি।
Discussion about this post