সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীর সেন্ড মেরিন হোটেলে হলরুমে কবি ওবাইদুল হকের ষষ্ঠ কাব্যগ্রন্হ ‘মহৎ রাজা’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। সাংবাদিক মোহাম্মদ রফিক উল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুধাবির শেখ জায়েদ বাংলাদেশ স্কুলের সিনিয়র শিক্ষক অধ্যাপক এস এম আবু তাহের। এতে প্রধান অতিথি ছিলেন আমিরাত সরকার কতৃর্ক অনুকরণীয় নেতৃত্বের জন্য ২০১৮ সালে ইয়ার অব জায়েদ নির্বাচিত কমিউনিটি নেতা বঙ্গবন্ধু পরিষদ আবুধাবী কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয কমিটির সহ সভাপতি শওকত আকবর, ডিপ্লোমা ইন্জিনিয়ার এসোসিয়েশনের সভাপতি বাবু আশীষ বড়ুয়া, বঙ্গবন্ধু পরিষদের যুগ্ন সাধারন কামরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে কুরআন তেলোয়াতের পর স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক এম আবদুল মন্নান। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাংবাদিক সনজিত কুমার শীল, বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, মোহাম্মদ আইয়ুব খানসহ আরো অনেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি মহৎ রাজা বইটির মোড়ক উম্মোচন করেন। তিনি তাঁর বক্তব্যে তরুন কবি ওবাইদুল হকের সার্বিক সফলতা কামনা করে বলেন, প্রবাসে শত ব্যস্ততার মাঝে সাহিত্য চর্চা করে ছয়টি বই প্রকাশ করা সহজ কথা নয়। তিনি এ ধারা অব্যাহত রেখে পাঠক সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেন।
Discussion about this post