১৫’ই ফেব্রুয়ারী দুবাই কেয়ারের Walk for Education “শিক্ষার জন্য হাঁটুন” ২০১৯ খুবই সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে, এ কর্মসূচিতে উপস্হিত ছিলেন প্রায় ১৫ হাজারের মানুষ।
উন্নয়নশীল দেশের সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্যার্থে দুবাই কেয়ার প্রতি বছর এই আয়োজন করে থাকে, এটি ছিলো ১০ম বারের আয়োজন। দুবাই ক্রিক পার্কে সকাল ৮টায় মুল কার্যক্রম শুরু হয়। এই ইভেন্টের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয় হাইলাইট করা হয় -শিক্ষা সুযোগ প্রত্যেক সন্তানের অধিকার. তাই উন্নয়নশীল দেশ সমুহের পাশাপাশি যুদ্ধ বিদ্ধস্ত দেশের শিশুদের শিক্ষিত করার প্রয়াসে এই ভিন্নধর্মী আয়োজন ।
দুবাইর বিভিন্ন সংগঠন, কোম্পানি,স্কুল,কলেজ, বিভিন্ন পেশাজীবি বড় ছোট মিলে সর্বমোট প্রায় ১৫ হাজার মানুষ উপস্থিত ছিলো । প্রত্যেক অংশগ্রহণকারীর রেজিস্ট্রেশন ফি ছিলো ৩০ দিরহাম, এতে অর্জিত অর্থ বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের ৫৭ টি উন্নয়নশীল দেশের প্রায় ১৮ মিলিয়ন সুবিধাবঞ্চিত স্কুল-বয়সী শিশুদের সাহায্যে ব্যয় হচ্ছে।
Walk for Education’এ বরাবরের মত সংযুক্ত আরব আমিরাতের সামাজিক, সাংস্কৃতিক সংগঠন টিম বাংলাদেশের নেতৃত্বে বিপুল সংখ্যক বাংলাদেশী এই র্যালিতে অংশগ্রহণ করে।
Discussion about this post