মুহাম্মদ মোরশেদ আলম, আরব আমিরাত : আগামি ২ মার্চ ঢাকায় অনুষ্ঠিতব্য মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ’র ঐতিহাসিক এশায়াত সম্মেলন উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ আমিরাত তদারক পরিষদের উদ্যোগে শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) আরব আমিরাত’র আল-আইনে এ সভা অনুষ্ঠিত হয়।
সাংগঠনিক তদারক পরিষদের আহবায়ক আলহাজ্ব নূর মুহাম্মদ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন তদারক পরিষদ এর সদস্য মুহাম্মদ সাইফুদ্দিন, ৫৩ নং আবুধাবী শাখার এশায়াত সম্পাদক মৌলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম। এতে বক্তারা বলেন, প্রতি বছরের মতো এবারো আমিরাত থেকে প্রবাসি তরিক্বতপন্থী ভাইদের সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য প্রায় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে অনেক তরিক্বতপন্থীরা দেশে গিয়ে পৌছেছে।
মাওলানা মুহাম্মদ শাহাদাত উল্লাহ’র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় নাতে মোস্তাফা পেশ করেন, মুহাম্মদ জামাল । কছিদা শরীফ পেশ করেন মুহাম্মদ হাবিবুর রহমান মিনার ও মুহাম্মদ নুরুল আবছার।
একইদিন ৫৪ নং আল আইন শাখার উদ্যােগে বিশাল এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে, এতে আমিরাতের সাতটি প্রদেশ থেকে আগত বিভিন্ন দেশের মুসলমানেরা উপস্থিত ছিলেন ।
সভা ও মাহফিল শেষে মহান মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেবের হায়াতে আবেদী, রোগ মুক্তির জন্য শেফা ও দেশ, জাতি, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি ও উপস্থিত সকলের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি এবং কাগতিয়ার গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
Discussion about this post