প্রিয়তমা !
তোমাদের শহরে ফুল বিক্রি হচ্ছে ,
ভালোবাসার প্রমাণ দিতে !
দুর পরবাসে রক্ত ঝরা ঘাম বিক্রি হচ্ছে,
তোমাদের ভালোবাসা পেতে !
আলো আঁধারির ছোট কামরায়,
তোমরা যখন ভাব বিনিময়ে মত্ত !!
গামের গন্ধের ছেড়া পোশাকে,
আমরা তখন কর্ম নিয়ে ব্যাস্ত!
স্বল্প পরিসরে তৃপ্ত হৃদয়ে দু’জনার ,
মনে সুখের জোয়ার বয়ে যায় ,
সারা জীবন কষ্ট করে প্রবাসীরা কি !
স্বল্প সুখের দেখা পায়?
মুহাম্মাদ ইছমাইল,
১৪-০২-২০১৯
দুবাই, আরব আমিরাত।
Discussion about this post