গুরুতর অসুস্থ কবি আল মাহমুদের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। মঙ্গলবার সকালে চিকিৎসকরা জানিয়েছেন, তার প্রেসার ও হার্টবিট কমে গেছে । কবির পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে। কবি পরিবারের পক্ষ থেকে ছোট ছেলে মীর আনিস দেশবাসীর কাছে তার বাবার রোগমুক্তি কামনায় দোয়া চেয়েছেন।
আল মাহমুদকে গুরুতর অসুস্থ অবস্থায় গত শনিবার রাতে রাজধানীর ধানমণ্ডি ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে সিসিইউ’তে রাখা হয়, পরে শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসকেরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন। তিনি ইবনে সিনার নিউরোলজিস্ট অধ্যাপক ডা. আবদুল হাইয়ের তত্ত্বাবধানে আছেন।দেশবরেণ্য এই কবি নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত বেশকিছু রোগে ভুগছেন। তার কিডনি ও লিভারে আগেই থেকে ইনফেকশন ছিল।
কবি আল মাহমুদের সহকারী আবিদ আজম বলেন, খুব বেশি অসুস্থ হয়ে পড়ায় শনিবার সন্ধ্যায় তাকে ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে আনা হয়। তিনি সোনালি কাবিনখ্যাত এ কবির জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
Discussion about this post