প্রবাসীদের বিচিত্র জীবনে ঘটে যাওয়া সুখ, দুঃখ, হাঁসি কান্না, আনন্দ-বেদনার নানান অভিজ্ঞতার কাহিনী নিয়ে রচিত প্রবাসের গল্প-৪। ২০১৯ সালের একুশে বই মেলায় আসছে প্রবাসের গল্প। দেশ ও বিদেশের কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষাবিদ, চিকিৎসক সহ ৪১জন লেখকের লেখায় সমৃদ্ধ এই বইটি পাবেন অমর একুশে বইমেলার ৬১২ নাম্বার স্টলে “ঘাসফুল”প্রকাশনী।
সৌদি আরব প্রবাসী শাহাদাত হোসাইন সম্পাদনা করেছেন।






















