প্রবাসীদের বিচিত্র জীবনে ঘটে যাওয়া সুখ, দুঃখ, হাঁসি কান্না, আনন্দ-বেদনার নানান অভিজ্ঞতার কাহিনী নিয়ে রচিত প্রবাসের গল্প-৪। ২০১৯ সালের একুশে বই মেলায় আসছে প্রবাসের গল্প। দেশ ও বিদেশের কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষাবিদ, চিকিৎসক সহ ৪১জন লেখকের লেখায় সমৃদ্ধ এই বইটি পাবেন অমর একুশে বইমেলার ৬১২ নাম্বার স্টলে “ঘাসফুল”প্রকাশনী।
সৌদি আরব প্রবাসী শাহাদাত হোসাইন সম্পাদনা করেছেন।
Discussion about this post