১লা ফেব্রুয়ারী শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ বিজনেস ফোরাম আজমান’র ২০১৯ সালের কার্যকরি কমিটি গঠিত হয়েছে। সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার মীর কামালের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে যৌথ পরিচালনা করেন সংগঠনের সাবেক সিনিয়র সহ সভাপতি কামাল হোসেন ও তরিকুল ইসলাম শামীম।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বার সভাপতি নির্বাচিত হয়েছেন রোজ মাউন্ট পারফিউম গ্রুপের চেয়ারম্যান মো.হাবিবুর রহমান। অনুষ্ঠানে প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এন এইচ গার্মেন্টস গ্রুপের জি এম বারেক উজ জামান।
২০১৯ সালের নির্বাচিত কার্যকরি পরিষদের অভিষেক শীঘ্রই অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। সংগঠনটিতে ১০০ জনের বেশি সদস্য রয়েছেন। বাংলাদেশি ক্ষুদ্র উদ্যোক্তাদের সহযোগিতা এবং বৈধপথে দেশে টাকা পাঠাতে এ সংগঠন কাজ করে যাচ্ছে। ২০১৭ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশি ব্যবসায়িদের এ সংগঠন আরব আমিরাত সরকারের অনুমোদন প্রাপ্ত। তারা আরব আমিরাতের আজমানে একটি বাংলাদেশি স্কুল স্থাপনে কাজ করবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি মো. হাবিবুর রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী সংগঠন, কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিক সহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
সম্পাদনা: এম আই
Discussion about this post