১০ম বারের মত অনুষ্ঠিত যাচ্ছে দুবাই কেয়ারের Walk for Education “শিক্ষার জন্য হাঁটুন” । ১৫ ফেব্রুয়ারী ২০১৯ দুবাই’র ক্রিক পার্কে এ র্যালি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সহ বিশ্বের উন্নয়নশীল দেশের সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্যার্থে দুবাই কেয়ারস (Dubai Cares) প্রতি বছর ওয়াক ফর এডুকেশন Walk for Education’র আয়োজন করে থাকে। এতে অর্জিত অর্থ বর্তমান বিশ্বের ৫৭ টি উন্নয়নশীল দেশের প্রায় ১৮ মিলিয়ন সুবিধাবঞ্চিত স্কুল-বয়সী শিশুদের সাহায্যে ব্যয় করা হয়। প্রতি বছর দুবাইর বিভিন্ন সংগঠন, কোম্পানি,স্কুল,কলেজ, বিভিন্ন পেশাজীবি বড় ছোট পরিবার সহ এ র্যালিতে অংশগ্রহণ করে। গত বছর প্রায় ১৫ হাজার মানুষ অংশগ্রহণ করেছিলো।
প্রতিবারের মত বাংলাদেশের প্রতিনিধি হয়ে এবার ও এ র্যালিতে অংশগ্রহণ করবে প্রবাসে পজিটিভ বাংলাদেশ গঠনে কাজ করে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের সামাজিক, সাংস্কৃতিক সংগঠন টিম বাংলাদেশ।
আরব আমিরাতের বসবাসরত বাংলাদেশীরা দেশীয় ভাবমূর্তি উজ্জলে আপনারা ও অংশ গ্রহন করুন এ র্যালিতে। চাইলে যোগ দিতে পারেন টিম বাংলাদেশের সাথে এক হয়ে, যোগাযোগ করতে পারেন ০৫০ ৯৫৯৯৫০৭ এই নাম্বারে।
র্যালিতে রেজিস্ট্রেশন ফিস ৩০ দিরহাম, যা সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্যার্থে ব্যায় করা হবে, আপনি পাবেন দুবাই কেয়ারের লগো সম্বলিত সুন্দর একটি টি-শার্ট ও ক্যাপ।
সম্পাদনা : এম আই
Discussion about this post