পরশুরাম মডেল পাইলট হাই স্কুল সরকারিকরণ হচ্ছে। একইসাথে দেশের আরো ৬০টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি হচ্ছে। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অনাপত্তি পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ স্কুলগুলোর সরকারিকরণের ব্যাপারে তার নীতিগত সিদ্ধান্ত জানান। শিগগিরই এ ৬০টি স্কুলের সরকারিকরণের আদেশ (জিও) জারি হতে পারে।
সূত্র জানায়, দেশের প্রতি উপজেলায় একটি করে বেসরকারি স্কুল ও কলেজ সরকারিকরণের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেন। এরপর সমীক্ষা চালিয়ে দেখা গেছে, ৩১৫টি উপজেলায় হাই স্কুল এবং ৩২১টি উপজেলায় সরকারি কলেজ নেই। প্রধানমন্ত্রীর ঘোষণার পর বিভিন্ন দফায় ১৯৯টি বেসরকারি কলেজ এবং ৩৬৩টি হাই স্কুল জাতীয়করণের ব্যাপারে সরকার নীতিগত অনুমোদন দিয়েছে।
প্রসঙ্গত; ১৯৪৫ সালে পৌর শহরের স্থানীয় কয়েকজন শিক্ষানুরাগী ব্যক্তি ৩৬০শতক জায়গায় স্কুলটি প্রতিষ্ঠা করেন। রাজধানীর ব্যবসায়ী মোতাহারুল ইসলাম চৌধুরী বর্তমান পরিচালনা পর্ষদের সভাপতি।
Discussion about this post