জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ্ব ১৭) বুধবার দুপুরে উদ্বোধন হয়েছে। শহরের ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রথম দিনের উদ্বোধনী খেলায় অংশ নিয়ে বালিগাঁওকে ৩ গোলে হারিয়ে শর্শদী ও পাঁচগাছিয়া ইউনিয়নকে ৫ গোলে হারিয়ে ফাজিলপুর ইউনিয়ন জয় লাভ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মামুনের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো: আবুল হাসেমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবময় দেওয়ান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: নুরেরজামান, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আবু সুফিয়ান, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক শুসেন চন্দ্র শীল, সংস্থার কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিম, আবাহনী ক্রীড়া চক্রের সভাপতি ও ফাজিলপুর ইউপি চেয়ারম্যন মজিবুল হক রিপন, দাবা ফেডারেশনের সদস্য ও ফেনী পৌরসভার কাউন্সিলর বাহার উদ্দিন বাহার, ছনুয়া ইউপি চেয়ারম্যান করিম উল্লাহ বি.কম, বালিগাঁও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার, পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক, শর্শদী চেয়ারম্যান জানে আলম ভূঁইয়া, ক্রীড়া সংংস্থার সদস্য ও পৌর কাউন্সিলর হারন উর রশিদ মজুমদার, নুরুল আবছার কবির শাহাজাদা ও দিপক চন্দ্র নাথ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর নামে আয়োজিত ফুটবল টুর্ণামেন্টে বাংলাদেশ হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এ খেলার আয়োজন। গ্রামপর্যায়ে অনেক ভালো মানের খেলোয়াড় রয়েছে। এদেরকে এ খেলার মাধ্যামে তরুন খেলোয়াড়দের উৎসাহ সৃষ্টির মাধ্যমে দেশে আরো ভালোমানের ফুটবলার তৈরি হবে। ইউনিয়ন থেকে উপজেলা জেলাপর্যায়ে সেরা খেলোয়াড়দের বাচাইয়ের মাধ্যমে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে।
জেলা প্রশাসক আরো বলেন, গ্রাম পর্যায় থেকে তরুনরা খেলা দুলায় সম্পুক্ত থাকলে দেশে একদিন গ্রামের খেলোয়াড়রা জাতীয়পর্যায়ে অংশ নিতে পারবে। এজন্য তরুনদের এ খেলার মাধ্যমে আমাদের প্রস্তুত করে তুলতে হবে। ভালো খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে পাঠানো হবে।
Discussion about this post