‘মিস ওয়ার্ল্ড-২০১৮’ ভ্যানেসা পন্তে দেলেওনের মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের বিশ্বসুন্দরী মানুষী চিল্লার । বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মঞ্চে এবার উড়লো মেক্সিকোর পতাকা। দেশটির ২৬ বছর বয়সী তরুণী ভ্যানেসা পন্তে দেলেওন জিতে নিয়েছেন ‘মিস ওয়ার্ল্ড ২০১৮’ প্রতিযোগিতার মুকুট।
শনিবার (০৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত সোয়া ৮টার দিকে চিনের সানাইয়া সিটি এরেনার মঞ্চে তার মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের বিশ্বসুন্দরী মানুষী চিল্লার।এবার ছিল প্রতিযোগিতার ৬৮তম আসর। শনিবার রাতে এর চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। ১১৮ দেশের সুন্দরীকে হটিয়ে সেরার স্বীকৃতি পেলেন ‘মিস মেক্সিকো’ । মেক্সিকোর এই রূপসীর সৌন্দর্য ও মেধার কাছে হার মানলেন সবাই।
সেলিব্রেটিবিডি/এইচআর
Discussion about this post