চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এসেছে ১০৭ কোটি ১০ লাখ (১.০৭ বিলিয়ন) ডলার। যা বাংলাদেশি মুদ্রায় (এক ডলার ১২১ টাকা ধরে) ১৩ হাজার কোটি টাকার বেশি।
রোববার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই মাসের প্রথম ১২ দিনে দেশে ১০৭ কোটি ১০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। এটি গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ২০২৪ সালের জুলাইয়ের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এসেছিল ৯৪ কোটি ৮০ লাখ ডলার। সেই হিসেবে চলতি বছর একই সময়ে ১২ কোটি ৩০ লাখ ডলার বেশি এসেছে।
সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের শেষ মাস জুনে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে প্রায় ২৮১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার (২.৮২ বিলিয়ন) রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৪ হাজার ৪০৪ কোটি টাকার বেশি। একক মাস হিসেবে এটি তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ। এর আগের মাস মে-তে এসেছে ২.৯৭ বিলিয়ন ডলার, যা ছিল দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এরও আগে মার্চ মাসে এসেছিল ৩.২৯ বিলিয়ন ডলার, যা এখন পর্যন্ত সর্বোচ্চ মাসিক রেমিট্যান্স রেকর্ড।
Discussion about this post