বড়দিনে আসছে রাজ চক্রবর্তীর প্রথম ছোটদের ছবি অ্যাডভেঞ্চার্স অব জোজো। বরপাহাড়ির জঙ্গলে জ্যেঠুর সঙ্গে জোজো ঘুরতে যায় আর ছোট্ট জোজোর জীবনের প্রথম অ্যাডভেঞ্চারের জন্মও হয় সেখানেই। হাতি, বাঘ, নেকড়ে, সাপ আরও নানা বুনো জন্তুর মাঝে অচেনাকে চেনার, অজানাকে জানার ইচ্ছে চেপে বসে জোজোর মনে। জোজোর গানেও জোজোর সেই জানার ইচ্ছেকেই তুলে ধরা হয়েছে।
বড়দিনে ছোটদের মন জয় করতে আসছে রাজ চক্রবর্তীর অ্যাডভেঞ্চারস অব জোজো! জোজোর গানে জোজোর মনের ভাব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন শ্রীজাত বন্দোপাধ্যায়। তাকে সুরে বেঁধেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। আর অরিজিৎ সিং-এর পরিবেশন গুণে মন জয় করে নিয়েছে সকলের।
অরূপ দত্তের গল্পের অনুকরণে রাজ চক্রবর্তী ও পদ্মনাভ দাশগুপ্ত মিলে অ্যাডভেঞ্চার্স অব জোজোর স্টোরি লাইন তৈরি করেছেন। পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী। অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের ছেলে যশজিৎ বন্দ্যোপাধ্যায়ের টলিউডে অভিষেক হল এই ছবির মাধ্যমেই। জোজোর চরিত্রে যশজিৎ ছাড়াও ছবিতে অভিনয় করেছেন সামিউল আলম, রুদ্রনীল ঘোষ, বুদ্ধদেব ভট্টাচার্য, পদ্মনাভ দাশগুপ্ত, মানালি মনীষা দে ও আরও অনেকে।
সেরিব্রেটিবিডি/ এইচআর
Discussion about this post