ভারতের জনপ্রিয় টিভি অভিনেত্রী হিনা খান। ছোটপর্দার সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী তিনি। ২০০৯ সালে ‘ইয়ে রিশতা কিয়া খেলাতা হ্যায়’ ধারাবাহিক দিয়ে ছোটপর্দায় অভিষেক হয় হিনার। অক্ষরা চরিত্রে বেশ কয়েক বছর দর্শককে আপ্লুত করে রাখেন। ২০১৬ সালে এই ধারাবাহিক থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। কিন্তু মানুষ এখনো তাঁকে অক্ষরা হিসেবেই চেনে।
জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘খাতরোন কে খিলাড়ি’ ও ‘বিগ বস’-এর গত মৌসুমে প্রতিযোগী ছিলেন হিনা খান। দুই শোতেই রানারআপ হন তিনি।বলিউড সুপারস্টার সালমান খান সঞ্চালিত বিগ বসের এবারের মৌসুমেও ছিলেন হিনা খান। তবে এর পর আরো কোনো শোতে চুক্তিবদ্ধ হননি। তিনি এখন তাঁর পরিবার-পরিজন ও প্রেমিক রকি জয়সালের সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছেন। মডেল হিসেবেও সমান জনপ্রিয় হিনা খান।
যা হোক, দীর্ঘ অপেক্ষার পর হিনা খানের ক্যারিয়ারে বড় সুযোগ এসেছে। একতা কাপুরের জনপ্রিয় ধারাবাহিক ‘কসৌতি জিন্দেগি কে’-তে কমলিকার চরিত্রে অভিনয় করছেন তিনি। আরেকটি বড় প্রকল্পেও যোগ দিচ্ছেন তিনি। বলিউডে অভিষেকের জন্য এখন সম্পূর্ণ প্রস্তুত আবেদনময়ী হিনা খান। আর এই খবর তিনি সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে নিশ্চিত করেছেন।
হিনা খান বলেছেন, ‘এটি নারীনির্ভর গল্প। এর সেট, সময় ও স্থানও ভালো লেগেছে আমার; যেটা নগরজীবনের ব্যস্ততা, প্রযুক্তি, প্রাত্যহিক ধকল ও প্রতিযোগিতার বাইরে। নতুন এই মাধ্যমে চ্যালেঞ্জ নিতে আমি রোমাঞ্চ অনুভব করছি।’তবে এখনই ‘কসৌতি জিন্দেগি কে’ ধারাবাহিকে দেখা যাচ্ছে না হিনা খানকে। ভক্তরা দ্রুতই তাঁকে কমলিকা চরিত্রে দেখতে চান। সম্প্রতি টুইটারে হিনা খান নিশ্চিত করেছেন, আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তিনি এ ধারাবাহিকের শুটিং শুরু করবেন। সূত্র : ইন্ডিয়া টিভি।
সেলিব্রেটিবিডি/এইচআর
Discussion about this post