ইশতিয়াক আসিফ,সংযুক্ত আরব আমিরাত।
হাটহাজারীর গৌরব ছিপাতলী ইউনিয়নের কৃতি সন্তান সাবেক ডিসি, সচিব ও প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত ), বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোবারক (প্রকাশ ডিসি মোবারক) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (২১ জুলাই) সকাল ৭টার দিকে চট্টগ্রাম বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে সন্তানসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন। ইউপি মেম্বার জিয়া হায়দার হাটহাজারী সংবাদকে এইসব তথ্য জানান। ছিপাতলী ৯ নং ওয়ার্ডের আলী মোহাম্মদ বাড়ির আব্দুর রহমানের ছেলে আব্দুল মোবারক। আজ বাদে নামাজে যোহর চট্টগ্রাম ওমরগণি এম.ই.এস. কলেজ মাঠে মরহুমের ১ম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় নামাজে জানাজা ছিপাতলী আলী মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাদে নামাজে আসর অনুষ্ঠিত হবে।
Discussion about this post