চীনে বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জান্নাতুল ফেরদৌস ঐশী। আগামী ৮ ডিসেম্বর ৬৮তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত অনুষ্ঠান। এর আগে থাকছে বিভিন্ন সেগমেন্ট। সব কিছুতে টিকলে মিস ওয়ার্ল্ডের গ্র্যান্ড ফিনালেতে দেখা যাবে ঐশীকে।
এরই মধ্যে প্রতিযোগিতার কয়েকটি সেগমেন্টে অংশ নিয়েছেন ঐশী। এবার শুরু হলো ভোটিং। গ্র্যান্ড ফিনালেতে যেতে হলে ভোটেও এগিয়ে থাকতে হবে তাকে। আজ বৃহস্পতিবার থেকে প্রতিযোগীদের ভোটিং পর্ব শুরু হয়েছে। চলবে টানা ১০ দিন।কেউ ভোট দিতে চাইলে (www.missvo.modelpowergd.com/en/#/) এই লিংকে প্রবেশ করে ঐশীর ছবির উপর ক্লিক করতে হবে। এরপর লাইক অপশনে ক্লিক করে, ভোট ফর লেখায় ক্লিক করতে হবে।
বর্তমানে ভোট পেয়ে এগিয়ে থাকা দেশগুলোর মধ্যে আছে নেপাল ২৯.৩৬%, ফিলিপাইন ৯.৩৬%, ফ্রান্স ৮.০৮% বাংলাদেশ ৭.৩৬%। দেশে মানুষদের ভোট দেয়ার জন্য অনুরোধ করেছেন ঐশী।১০ নভেম্বরের পর থেকেই চীনের সানাইয়া শহরে আছেন ঐশী। তিনি বলেন, ‘আমি দেশের বাইরে দেশের প্রতিনিধি হয়ে আছি। আপনাদের সহযোগীতা চাই।’৬৮তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ১৫০টি দেশের প্রতিযোগির সঙ্গে অংশ নিচ্ছেন ঐশী।মিস ওয়ার্ল্ডে প্রতিযোগিতা শেষ করে তিনি দেশে ফিরবেন ১০ ডিসেম্বর।
সেলিব্রেটিবিডি/ এইচআার
Discussion about this post