বাংলাদেশে মুক্তির পর এবার কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত ‘রানা পাগলা: দ্য মেন্টাল’। সাফটা চুক্তির আওতায় কলকাতায় মুক্তি পাচ্ছে শামীম আহমেদ রনি পরিচালিত ছবিটি। ‘মেন্টাল’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, পড়শী ও আঁচল।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, পারভেজ চৌধুরী প্রমুখ। বাংলা এক্সপ্রেস ফিল্মস প্রযোজিত ছবিটি ২০১৬ সালের ৭ জুলাই মুক্তি পেয়েছিল। দেশে মুক্তির প্রায় তিন বছর পর এবার মুক্তি পাচ্ছে কলকাতায়। শাকিবের ছবির বিপরীতে বাংলাদেশে মুক্তি দেয়া হবে বাবা যাদব পরিচালিত ও অঙ্কুশ অভিনীত আলোচিত ছবি ‘ভিলেন’। ছবিটি আমদানি করছে এনইউ আহমেদ ট্রেডার্স।
প্রতিষ্ঠানটির কর্ণধার কামাল কিবরিয়া লিপু বলেন, ‘আমরা সাফটা চুক্তির আওতায় ভিলেন ছবিটি বাংলাদেশে মুক্তি দিচ্ছি। তার বিনিময়ে শাকিব খানের ‘রানা পাগলা: দ্য মেন্টাল’ ছবিটি পশ্চিমবঙ্গে মুক্তি দেয়া হচ্ছে।’ লিপু জানান, গত রোববার ‘ভিলেন’ ছবিটি বাংলাদেশের সেন্সরে জমা দেয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে সেন্সর হবে।অন্যদিকে ‘রানা পাগলা: দ্য মেন্টাল’ ছবিও কলকাতায় সেন্সরে জমা পড়েছে বলে জানান তিনি। ‘ভিলেন’ছবিটি প্রযোজনা করেছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ১২ অক্টোবর দূর্গা পূজা উপলক্ষে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছিল এটি।
সেরিব্রেটিবিডি/ এইচআর
Discussion about this post