বাংলা গানের জগতে অসংখ্য জনপ্রিয় গানের জন্ম দিয়েছেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। দেশীয় সঙ্গীতশিল্প তথা অডিও শিল্পের সোনালি সময়ে দাপটের সঙ্গে একের পর এক শ্রোতাপ্রিয় অ্যালবাম উপহার দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিযেচেন তিনি। অডিও, প্লেব্যাক এবং স্টেজ শোতে তিনি ছিলেন অনন্য।অবশ্য অডিও-প্লেব্যাকে ডলিকে এখন খুব একটা পাওয়া যায় না। তবে স্টেজ শো’তে তিনি নিয়মিত দেশ-বিদেশে শ্রোতাদের মাতিয়ে যাচ্ছেন। আর স্টেজ শো মানেই ডলি- ডলিভক্তরা এক বাক্যেই বলতে পারেন।
কারণ তার বেশিভাগ গানই স্টেজ মাতানোর গান। তার গান এ প্রজন্মের শিল্পীরাও স্টেজ শোসহ বিভিন্ন আয়োজনে নিয়মিতই পরিবেশন করেন। বিশেষ করে- হে যুবক, শ্যাম তুমি লীলা বোঝো, বুড়ি হইলাম তোর কারণে, বন্ধু মনের তালা-চাবি আছে কই, নিতাই, কালিয়া প্রভৃতি জনপ্রিয় গানগুলো।এবার এসব জনপ্রিয় গানগুলো থেকে ১০টি গান ভিডিও আকারে প্রকাশের সিদ্ধান্ত নিলেন ডলি। এরই মধ্যে দুটি গানের কাজ সম্পন্ন করেছেন। গান দুটি হচ্ছে- ‘শ্যাম তুমি লীলা বোঝো’ এবং ‘বুড়ি হইলাম তোর কারণে’। নতুন করে গান দুটি সঙ্গীতায়োজন করেছেন যথাক্রমে পার্থ মজুমদার এবং মীর সাব্বির।
সপ্তাহ খানেকের মধ্যে গান দুটি শুটিং করতে কক্সবাজার যাচ্ছেন ডলি। জাতীয় নির্বাচনের আগেই ভিডিওর কাজ সম্পন্ন করবেন বলে জানিয়েছেন তিনি। তবে প্রকাশ করবেন নির্বাচনের পরেই।হঠাৎ করে জনপ্রিয় ১০ গান প্রকাশের উদ্যোগ নিলেন, কী কারণ? কোন ভাবনা থেকে? —এমন প্রশ্নের উত্তরে ডলি সায়ন্তনী বাংলানিউজকে বলেন, এর জন্য আসলে আমার পুরো টিমকে (মিউজিশিয়ান) কৃতিত্ব দেবো। তাদের সুপরামর্শেই মূলত এ উদ্যোগ নিয়েছি। বিশেষ করে লিড গিটারিস্টি এমিলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ, আমার এ উদ্যোগের শুরু থেকে এখনো পর্যন্ত নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছে সে। সম্পন্ন হওয়া দুটি গানে লিড গিটার সে-ই বাজিয়েছে।
ডলি আরও বলেন, নতুন সঙ্গীতায়োজনে গানগুলো প্রকাশের পেছনে আরও কিছু কারণ আছে। যেমন- এ প্রজন্মের ছেলে-মেয়েরা অনেকেই আমাদের গান শুনে অভ্যস্ত না। তাদের কাছে যেন গানগুলো পৌঁছাতে পারি, সেজন্য এ উদ্যোগ নিয়েছি। আরেকটি বিষয় হচ্ছে, গানগুলো ব্যবসায়িক চিন্তা থেকে করছি না। বলতে পারেন- আমার জনপ্রিয় গানগুলোকে একত্রে সংরক্ষণ করে রাখার একটি প্রয়াস। এজন্য গানগুলো আমার নামের ইউটউব চ্যানেল থেকে প্রকাশ করবো।এ কাজগুলো ছাড়াও সামনে ডলির আরও কিছু নতুন চমক থাকছে। সেগুলো জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
সেলিব্রেটিবিডি/এইচআর
Discussion about this post