বরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্ব আমজাদ হোসেনের শারীরিক অবস্থার আগের থেকে খারাপ হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে ইমপালস হাসপাতালে ভর্তি হওয়ার এক দিন পর আজ সোমবার বিকেলে সংবাদমাধ্যমকে জানালেন চিকিৎসক দলের প্রতিনিধি শহীদুল্লাহ সবুজ। তিনি জানান, গতকাল রোববার আমজাদ হোসেনের শারীরিক অবস্থা যা ছিল, এখন তার কিছুটা অবনতি হয়েছে। প্রয়োজনীয় ওষুধ দিয়ে তাঁর রক্তচাপ স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগের প্রধান, সার্জারি বিভাগের প্রধান, কার্ডিওলজি বিভাগের প্রধান, আইসিইউ বিভাগের প্রধানসহ ছয় সদস্যের মেডিকেল বোর্ডের পক্ষ থেকে এমনটা জানানো হয়।
‘গোলাপি এখন ট্রেনে’, ‘ভাত দে’, কসাই, ‘নয়নমণি’, ‘দুই পয়সার আলতা’, ‘জন্ম থেকে জ্বলছি’ ছবিগুলোর নাম নিলেই কাহিনিকার, চিত্রনাট্যকার ও পরিচালক আমজাদ হোসেনের ছবি চোখের সামনে ভেসে ওঠে। পরিচালনার পাশাপাশি অভিনয়েও তিনি প্রশংসিত হয়েছেন। বাংলাদেশি চলচ্চিত্রের এই গুণী পরিচালক ও অভিনয়শিল্পী মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আগেই জানানো হয়েছে, গতকাল রোববার সকালে বাসায় আমজাদ হোসেনের স্ট্রোক হয়। এরপর তাঁকে দ্রুত ইমপালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে আমজাদ হোসেন চিকিৎসক শহীদুল্লাহ সবুজের তত্ত্বাবধানে আছেন।প্রখ্যাত এই চলচ্চিত্র ব্যক্তিত্বের শারীরিক অবস্থা নিয়ে গতকাল শহীদুল্লাহ সবুজ বলেছিলেন, ‘এটাকে আমরা বলি ইশকেমিক স্ট্রোক। এ ধরনের রোগীর অবস্থা ৭২ বা ৯৬ ঘণ্টা না গেলে বোঝা যায় না। এই সময়টা পার হওয়ার পর তাঁর সম্পর্কে পুরোপুরি ধারণা পাব। তখন তাঁর চিকিৎসার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নিতে পারব। আমজাদ হোসেনকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তিনি এখন লাইফ সাপোর্টে আছেন।’
বাবা আমজাদ হোসেনের শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুই ছেলে সোহেল আরমান ও সাজ্জাদ হোসেন দোদুল। ছবি: প্রথম আলো
বাবা আমজাদ হোসেনের শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুই ছেলে সোহেল আরমান ও সাজ্জাদ হোসেন দোদুল। ছবি: প্রথম আলো
এদিকে ৩০ ঘণ্টা পার হলেও আমজাদ হোসেনের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। কিছুটা অবনতি হয়েছে জানান ডা. শহীদুল্লাহ সবুজ। তিনি বলেন, ‘এখনো আমজাদ হোসেন অচেতন রয়েছেন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’হাসপাতালে আমজাদ হোসেনের ছেলে পরিচালক সোহেল আরমান বলেন, ‘আব্বুর অবস্থা ভালো না। এ অবস্থায় দেশের বাইরে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। সন্তান হিসেবে বাবার জন্য দোয়া চাওয়া আর ছাড়া আর কিছু বলার নেই।’
সেলিব্রেটিবিডি/এইচআর
Discussion about this post