শাহরুখ খানের জন্য খুব ‘স্পেশাল’ দিন ছিল গতকাল ২ নভেম্বর। আর হবে নাই–বা কেন। সেদিন বলিউডের বাদশা ৫৩-তে পা রেখেছেন। তার ওপর জন্মদিনেই মুক্তি পেয়েছে তাঁর প্রতীক্ষিত ছবি ‘জিরো’র ট্রেলার। ছবির পরিচালক আনন্দ এল রাই, প্রযোজক গৌরী খান। এই ছবিকে ঘিরে নানা জল্পনাকল্পনা বিটাউনে লেগেই ছিল। গতকাল শুক্রবার মুম্বাইয়ের আইম্যাক্সে ট্রেলার মুক্তির অনুষ্ঠানে ছিলেন শাহরুখ খান। সাংবাদিকদের সঙ্গে তিনি জন্মদিনের কেক কেটেছেন।
জানা গেছে, জন্মদিনটা চূড়ান্ত ব্যস্ততার মধ্য দিয়ে কাটালেন শাহরুখ খান। রাত ১২টা বাজার আগেই ভক্তরা তাঁর বাড়ি ‘মান্নত’-এর সামনে ভিড় করেন। মাঝরাতে মান্নতের বিশেষ জায়গায় এসে বলিউডের ‘কিং খান’ ভক্তদের সঙ্গে দেখা করেন। সকাল হতেই আবার ব্যস্ততা শুরু হয়ে যায়। সোজা চলে যান ওয়াডালার আইম্যাক্সে। ‘জিরো’র ট্রেলার লঞ্চের পর শাহরুখ বলেন, ‘আমি পৃথিবীর একমাত্র ব্যক্তি, যার নিজের জন্মদিনের ওপরও কোনো অধিকার নেই। আজ আমার অনুরাগীদের সঙ্গে দেখা করেছি। আপনাদের সঙ্গে সময় কাটাচ্ছি। পরিবারের সঙ্গে সময় কাটাতে পারি না। এত বছর পরও এত ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি সত্যি ভাগ্যবান।’
ট্রেলার মুক্তির অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছবির দুই তারকা ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা, পরিচালক আনন্দ এল রাই। অনুষ্ঠানে শাহরুখ হঠাৎ ক্যাটরিনার ডেনিম জ্যাকেট খুলে নিয়ে বলেন, ‘সৌন্দর্য লুকিয়ে রাখা ঠিক নয়।’ ক্যাটের জ্যাকেট নিজেই পরে নেন বলিউডের বাদশা। (শর্মা) বসে আছে। ক্রিকেট নিয়ে একটা শব্দ বললেই থাপ্পড় খাব। জন্মদিনে আব্রাম শাহরুখকে কী উপহার দিয়েছে? বলিউডের বাদশা হেসে বলেন, ‘আমার ছেলে আব্রাম দেওয়ালির পুরোনো উপহার খুলে আমাকে জন্মদিনের উপহার হিসেবে দিয়েছে। আমার সন্তানরা খুব বড় হৃদয়ের।’
সেলিব্রেটিবিডি/ এইচআর
Discussion about this post