ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল—একদিন হেলিকপ্টারে চড়ে বিয়ে করবেন। সময়ের ব্যবধানে সেই ইচ্ছা বাস্তবে রূপ দিলেন প্রবাসী হাফেজ মো. আতিক ফারাজি (২৩)। এদিকে হেলিকপ্টারে চড়ে বিয়ের ঘটনাটি এলাকায় বড়-ছোট সবার মধ্যে উৎসাহ ছিল। এলাকাবাসী সপ্তাহ ধরে দিনটির অপেক্ষায় ছিলেন।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলা গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর (চেয়ারম্যান বাড়ি) গ্রামে হেলিকপ্টারে করে কনের বাড়ির পাশে একটি খোলা মাঠে নামেন বর হাফেজ মো. আতিক ফারাজি। এসময় হেলিকপ্টারটি দেখতে ভিড় জমান এলাকাবাসী।প্রবাসী মো. আতিক ফারাজি উপজেলার চর পুটিমারি ইউনিয়নের ৪নং চর ডিগ্রীচর গ্রামের মো. আব্দুল মজিদ ফারাজির ছেলে। আর কনে সাবরিনা খুশবু শিমু (১৯) গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর গ্রামের মৃত আলহাজ খোরশেদ আলমের মেয়ে।স্থানীয় সূত্রে জানা গেছে, বর সাজিদ খানের বাড়ি থেকে কনের বাড়ি পর্যন্ত দূরত্ব ১২ কিলোমিটার। শখ মেটাতে হেলিকপ্টারটি একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ভাড়া করেছেন। প্রতি ঘণ্টার জন্য ব্যয় হয়েছে প্রায় লক্ষাধিক টাকা।
Discussion about this post