বলিউড ‘বাদশা’ খ্যাত শাহরুখ খানের আসন্ন ছবি ‘জিরো’র দুটি পোস্টার প্রকাশ করেছে নির্মাতারা। এছাড়া রাত পোহালেই শুক্রবার ৫৩ তে পা রাখছেন বড় পর্দায় অসংখ্য সুপার-ডুপার হিট ছবির জন্মদাতা এই কিংবদন্তি তারকা। তাই জন্মদিন উপলক্ষে এদিন শাহরুখের জন্য চমকও থাকছে বলেও জানান তারা।
এনডিটিভি জানায়, শাহরুখ খানের আসন্ন ছবি ‘জিরোর’ ট্রেলার মুক্তির এক দিন আগে নির্মাতারা ছবি দুটির নতুন পোস্টার প্রকাশ করেছে। প্রথম পোস্টারে দেখা যায়, শাহরুখ খান এবং ক্যাটরিনা কাইফকে একটা রোম্যান্টিক পোজে আর দ্বিতীয় পোস্টারে ক্যাটরিনার সঙ্গে শাহরুখকে বেশ খোশমেজাজেই দেখা মিলেছে। ক্যাটরিনার সঙ্গে প্রথম পোস্টারে পোজ দেওয়া শাহরুখ ক্যাপশনে লেখেন, ‘তিনি সবচেয়ে সুন্দর না !!! প্রিয়তম হৃদয় দিয়ে আমার বন্ধু … জিরোকে সত্য বানানোর জন্য ধন্যবাদ।’
এছাড়া দ্বিতীয়টায় হুইলচেয়ারে বসা আনুশকার সঙ্গে পোজ দেওয়া এই ‘সুপারস্টার’ লেখেন, ‘সে কি উষ্ণ ও দয়ালু নয়! আমার বন্ধু … জিরো জীবন নিয়ে আসার জন্য ধন্যবাদ!’আনন্দ এল রায় প্রযোজিত শাহরুখ খান, ক্যাটরিনা ছাড়াও আরও অভিনয় করেছেন আনুশকা শর্মা, প্রয়াত শ্রীদেবী, অভি দেওলসহ প্রমূখ।
এদিকে, শাহরুখ খানের জন্মদিনে চমক রেখেছেন নির্মাতারা। ‘বাদশার’ জন্মদিনকে আরও আকর্ষণীয় করতে শুক্রবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে ‘জিরো’ ছবির ট্রেইলার ঘোষণা দেবেন তারা।
জিরোতে শাহরুখ খান বাউয়া সিং নামক একজন বামনের চরিত্রে অভিনয় করেছেন। জানা গেছে, ক্যাটরিনা একজন মদাসক্ত অভিনেত্রী ও অানুশকা একজন বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে ছবিটি আগামী ২১শে ডিসেম্বর মুক্তি পাবে।
সেলিব্রেটিবিডি/ এনজেটি
Discussion about this post