হঠাৎ কী হলো টলি পাড়ার নায়িকা মিমি চক্রবর্তীর? ইনস্টাগ্রামে কার উপর এতো রাগ তার! ইতোমধ্যেই বিষয়টি নিয়ে টলি পাড়া থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা।বুধবার বিকেলে ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে মিমি একটি ছবি পোস্ট করেছেন। যেখানে লেখা, ‘আমার জীবন। আমার পছন্দ। আমার ভুল। আমার শিক্ষা। এটা তোমার মাথা ঘামানোর বিষয় নয়।’তার এমন লেখা নিয়েই শুরু হয়েছে নানা জল্পনা। পূজার সময়ে মিমি দারুণ ছবি পোস্ট করেছিলেন। যা দেখে সবার ধারণা হয়েছিল, খোশ মেজাজেই আছেন তিনি। তবে এখন কি হলো?
সাধারণত এ ধরনের পোস্টের নিশানায় কেউ না কেউ থাকেন। নাম না করেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ রকম পোস্ট করে নিজের বার্তা পৌঁছে দেয়া যায় কোনো নির্দিষ্ট ব্যক্তিকে। তাই প্রশ্ন উঠছে মিমি কার উদ্দেশে এমন পোস্ট দিয়েছেন? যদিও তা এখনও ধোঁয়াশার মধ্যেই রয়েছে।সম্প্রতি মিমি আরও একটি ছবি পোস্ট করেন। ছবিতে মিমি মুখ ঢেকে রয়েছেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘কারণ আমি আমার এই লুক প্রকাশ করতে পারব না।’
সেলিব্রেটিবিডি/এইচআর
Discussion about this post