স্টার প্লাসের ‘ইয়ে রিস্তা কেয়া কেহলাতা হ্যায়’ সিরিয়ালের অক্ষরার কথা মনে আছে? সেই ‘বউ’ ইমেজের মাঝেই নিজেকে আটকে ফেলেছিলেন হিনা খান। কিছুতেই বের হতে পারছিলেন না। যখনই কোনো কাজের প্রস্তাব পেয়েছেন, তাও ছিল ‘বউ’ চরিত্র। হবে নাই-বা কেন! ২০০৯ সাল থেকে পুরো সাত বছর এই সিরিয়ালে অভিনয় করেছেন। নিজের নামটাই হারাতে বসেছিলেন হিনা খান, সবার কাছে তিনি হয়ে যান ‘অক্ষরা’। সেই ‘অক্ষরা’র মাঝ থেকে নিজেকে বারবার বের করার চেষ্টা করেছেন। কিন্তু পারেননি। ২০১৭ সালে কালারস টিভির দুটি রিয়েলিটি শোতে সুযোগ পান হিনা খান, একটি ‘ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি ৮’ আর অন্যটি ‘বিগ বস ১১’। এই দুটি রিয়েলিটি শোতে রানারআপ হন হিনা খান।
হিনা খানএবার সম্পূর্ণ অন্য ধরনের চরিত্রে কাজ করার সুযোগ পেয়েছেন। গত ২৫ সেপ্টেম্বর থেকে স্টার প্লাসে শুরু হয়েছে ‘কসৌটি জিন্দেগি কে টু’ সিরিয়াল। প্রযোজক একতা কাপুর, প্রযোজনা প্রতিষ্ঠান তাঁর বালাজি টেলিফিল্মস। এই সিরিয়ালের ‘কমলিকা’ চরিত্রের জন্য আমন্ত্রণ পান হিনা খান। এই সিরিয়াল নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসকে হিনা খান বলেছেন, ‘আমার উত্তেজনার পারদ এখন তুঙ্গে!’
আর ‘বউ’ নন, হিনা খান এবার ভিলেন। ‘কসৌটি জিন্দেগি কে টু’ সিরিয়ালে নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন। চরিত্রটির নাম ‘কমলিকা’। এর আগে এই চরিত্রে অভিনয় করেছেন উর্বশী ঢোলাকিয়া। এবার তিনি নেই। ‘বউ’ ইমেজ থেকে সরে আসার সুযোগ পেয়ে হিনা খান বললেন, ‘অসাধারণ সুযোগ! এখানে নিজেকে প্রমাণ করতে পারব। যেকোনো চরিত্রে অভিনয় করার ক্ষমতা আমার আছে। সেই পুরোনো ইমেজ থেকে বের হওয়া কম কষ্টের কাজ নয়! তারপরও চেষ্টা করে যাচ্ছি।’হিনা খানতবে ‘ভিলেন’ হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চান না হিনা খান। বললেন, ‘এর পর যে চরিত্রটা করব, সেটা অবশ্যই ইতিবাচক হবে।’ তার মানে, শিগগিরই একতা কাপুরের সঙ্গে আরও একটি কাজ করতে যাচ্ছেন তিনি। তবে এ ব্যাপারে এখনই কিছু বলতে চাননি। হয়তো নির্মাতাদের কাছ থেকে নিষেধ আছে।
সেলিব্রেটিবিডি/ এইচআর
Discussion about this post