এবার বাপ্পা মজুমদারের গানে অভিনয় করেছেন এ্যানি খান। এর সঙ্গীতায়োজনও তার করা। ‘চাঁদ নেমেছে নদীর জলে’ নামে গানটি লিখেছেন এরশাদ মজুমদার। সুর করেছেন ফরিদ আহমেদ। ব্যাপক আয়োজনের মাধ্যমে রাজধানীর অদূরে পুবাইলের একটি শুটিং স্পটে গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে। ভিডিও নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা নরেশ ভূঁইয়া। এতে এ্যানি খানের বিপরীত মডেল হয়েছেন তিনু করিম।
এ গানের ভিডিও প্রসঙ্গে এ্যানি খান বলেন, ‘গানের কথাগুলো খুব চমৎকার। বাপ্পা দা’র গায়কিও ছিল অসাধারণ। তাই এ মিউজিক ভিডিওতে কাজ করলাম। খুব ভালো লেগেছে। আশা করছি দর্শকদেরও খুব ভালো লাগবে।’ মিউজিক ভিডিওটি নির্মাতার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
এর আগে দেশের একটি বেসরকারি চ্যানেলেও এটি প্রকাশ করা হবে বলে মিউজিক ভিডিও নির্মাতা জানান। এছাড়াও বর্তমানে কয়েকটি ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন এ্যানি খান।
সেলিব্রেটিবিডি/ এনজেটি
Discussion about this post