ইউক্রেনে সামরিক অভিযানের অংশ হিসেবে মাত্র ২৪ ঘণ্টায় দেশটির ৫৩টি ড্রোন নিয়ন্ত্রণ পোস্ট ও ৮টি স্টারলিংক স্যাটেলাইট যোগাযোগ টার্মিনাল ধ্বংস করেছে রাশিয়ার সেনাবাহিনী। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে রোববার এই তথ্য জানিয়েছেন দেশটির ‘ব্যাটলগ্রুপ ইস্ট’-এর মুখপাত্র আলেকজান্ডার গর্দেয়েভ।
গর্দেয়েভ বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় বাহিনীর প্রায় ১৯০ জন সেনা নিহত হয়েছে। ধ্বংস করা হয়েছে একটি সাঁজোয়া যান, ৮টি মোটরযান, ১৩টি ড্রোন নিয়ন্ত্রণ পোস্ট এবং ৮টি স্টারলিংক স্যাটেলাইট টার্মিনাল।’তিনি আরও জানান, ব্যাটলগ্রুপ ইস্ট ইউনিটগুলো ইউক্রেনের প্রতিরক্ষা ভেদ করে আরও গভীরে অগ্রসর হয়েছে এবং দেশটির দুটি যান্ত্রিক ব্রিগেড ও একটি মেরিন ব্রিগেডের ওপর হামলা চালিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটিয়েছে।
অন্যদিকে, ‘ব্যাটলগ্রুপ ওয়েস্ট’-এর মুখপাত্র লিওনিদ শারোভও তাসকে জানান, একই সময়ের মধ্যে তাদের বাহিনী ইউক্রেনীয় সেনাদের ওপর ২২০ জনের বেশি হতাহতের ঘটনা ঘটিয়েছে এবং ৪১টি ড্রোন নিয়ন্ত্রণ পোস্ট ধ্বংস করেছে।
Discussion about this post