প্রধানমন্ত্রীর মেয়াদ ইস্যুতে অবশেষে ঐকমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন বলে সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রস্তাবেও সম্মতি জানিয়েছে তারা।
রোববার (২৭ জুলাই) বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ সাংবাদিকদের এই কথা জানান।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আমরা একমত হয়েছি, একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর দায়িত্ব পালন করতে পারবেন। এটি আমরা চূড়ান্ত সনদে উল্লেখ করব।’বিষয়টি নিয়ে পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা আগেই বলেছি ১০ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না। তবে আমরা বলেছিলাম, নিয়োগ-সংক্রান্ত বিষয়ে যদি কোনো অতিরিক্ত ক্ষমতা সংবিধানে যোগ করা হয় তাহলে আমরা মানব না। নির্বাচনী কমিশন নিয়োগ নিয়ে যা আলোচনার বিষয় তা সনদভুক্ত করা হবে। এর বাইরে কিছু হলে আমাদের আগের শর্ত বহাল থাকবে।’
এর আগে আলোচনার শুরুতে ‘স্বাধীন পুলিশ কমিশন’ গঠনের প্রস্তাব তুলে ধরে জাতীয় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলো এতে নীতিগতভাবে সম্মত হয়, তবে কমিশন গঠনের আইনি কাঠামো ও পদ্ধতি নিয়ে আরও আলোচনা হবে বলে জানানো হয়।
Discussion about this post