গায়ে নীল রঙের ব্লেজার। তবে প্যান্ট নেই, বদলে রয়েছে লুঙ্গি। অদ্ভুতদর্শন পোশাক পরেই ফের এক বার আলোচনার শিরোনামে সাকিব আল হাসান। যা নিয়ে শুরু হয়েছে ট্রোলিং। নিজের ভক্তদের কাছেই ব্যঙ্গ বিদ্রুপের শিকার হলেন তারকা বাংলাদেশি অলরাউন্ডার।বাংলাদেশ বর্তমানে জিম্বাবোয়ের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ খেলছে। হোম সিরিজে অবশ্য নেই সাকিব আল হাসান। আঙুলে চোটের কারণে আপাতত বিশ্রামে তিনি। এশিয়া কাপের মাঝপথেই বাংলাদেশে ফিরতে হয়েছিল সাকিগায়ে নীল রঙের ব্লেজার। তবে প্যান্ট নেই, বদলে রয়েছে লুঙ্গি। অদ্ভুতদর্শন পোশাক পরেই ফের এক বার আলোচনার শিরোনামে সাকিব আল হাসান। যা নিয়ে শুরু হয়েছে ট্রোলিং। নিজের ভক্তদের কাছেই ব্যঙ্গ বিদ্রুপের শিকার হলেন তারকা বাংলাদেশি অলরাউন্ডার।
সাকিবের আঙুলে চোটের মাত্রা এতটাই ছিল যে তাঁর কেরিয়ারের উপরেই প্রশ্নচিহ্ন পড়ে গিয়েছিল। তবে বর্তমানে অনেকটাই সুস্থ তিনি। হাতে অঢেল সময়। এই সময়েই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জোড়া ছবি পোস্ট করেন তিনি। একটিতে নীল সানগ্লাস পরা ছবি এবং অন্যটিতে তাঁকে দেখা যায় নীল ব্লেজারের সঙ্গে হলুদ লুঙ্গি পরা অবস্থায়। প্রথম ছবি নিয়ে ভক্তদের ‘সমস্যা’ না থাকলেও ব্লেজার-লুঙ্গি ছবি নিয়েই হাস্যরস তৈরি হয়েছে ফেসবুক সহ অন্যান্য সামাজিক গণমাধ্যম সাইটগুলিতে।এই ছবিটি ঝড় তুলে দিয়েছে। ইতিমধ্যেই সাড়ে তিন হাজারেরও বেশি বার শেয়ার করা হয়েছে। কমেন্ট জমা পড়েছে ৬ হাজারেরও বেশি। দেড় লাখের কাছাকাছি লাইক। অনেক মজার মজার কমেন্ট জমা পড়েছে কমেন্ট সেকশনে। সাকিবের ছবিটি হয়তো কোনও বিজ্ঞাপনী শুটিংয়ের অংশ। তবে সেই সম্বন্ধে প্রকাশ্যে মুখ খোলেননি সাকিব। চোটের কারণে সাময়িক ভাবে ঢাকায় হাসপাতালে ভর্তি থাকার পরে উড়ে গিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। সেখান থেকে চিকিৎসা করে কিছুদিন আগেই ফিরেছেন দেশে।
সেলিব্রেটিবিডি/এইচআর
Discussion about this post