সেলিব্রেটিবিডি:
শাকিব খান কাঠগড়ায়। খুনের দায়ে অভিযুক্ত শাকিবকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। তাও একটি নয় দু দুটি খুনের আসামী ঢাকাই ছবির সুপারস্টার এ নায়ক! আদালতে বিচারকের সামনে আইনজীবী জেরা করে যাচ্ছেন শাকিবকে। তবে বাস্তব ঘটনা নয় এটি। মঙ্গলবার এফডিসির ৪ নম্বর ফ্লোরে দেখা গেলো এমন দৃশ্য।চলচ্চিত্র পাড়া এফডিসির চার নম্বর ফ্লোরে শুরু হয়েছে শাকিব খান ও বুবলী জুটির নতুন ছবি ‘কালপ্রিট’র শুটিং। ছবিটি পরিচালনা করছেন শাহিন সুমন। শাপলা মিডিয়া প্রযোজিত ছবিটির আগে নাম ছিল ‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’। নাম পরিবর্তন করে এবার রাখা হয়েছে ‘কালপ্রিট’।
শাকিব খানের কাঠগড়ায় দাঁড়ানের সূত্র ধরে পরিচালক শাহিন সুমনের কাছে ছবিটি নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন,’শাকিব খানকে খুনের আসামী করা হয়েছে। দুটি খুনের অভিযোগে তিনি আদালতে এসেছেন। ছবিটি গল্প নিয়ে এর বেশি আর বলতে চাইনা। বাকীটা হলে গিয়েই দেখতে পাবেন দর্শক।’ছবিটির নাম পাল্টানো হলো কেন? প্রশ্নের উত্তরে পরিচালক বলেন, ‘আগে ছিল একটা প্রেম দরকার মাননীয় সরকার। গল্পের প্রয়োজনে ছবির নামটি বদলাতে হয়েছে।’ছবিটিতে শাকিব খানের নায়িকা শবনম বুবলী ছাড়াও রয়েছে আরও একজন নতুন নায়িকা। তিনি মৃদুলা। এ ছবির মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হবে মৃদুলার।
সেলিব্রেটিবিডি/এইচআর
Discussion about this post