সেলিব্রেটিবিডি:
বিতর্কিত কর্মকাণ্ডের জন্যে সবসময় আলোচনায় থাকেন বলিউডের তারকা ও মডেল রাখি সাওয়ান্ত। কখনো বিগ বসের তারকাদের নিয়ে কখনো বা বড় কোনো তারকার সম্পর্কে তীর্যক মন্তব্য করে নিজেকে আলোচনায় রাখেন তিনি।
তবে এবার একটি ঘোষণা দিয়ে ইন্টারনেটজুড়ে আলোচনায় এ তারকা। সম্প্রতি তার ইনস্টাগ্রামে ভিডিও বার্তায় নিজের স্তন দান করার ঘোষণা দিয়েছেন রাখি।
ভিডিওটিতে রাখি বলেন, ‘অনেকই তাদের চোখ, কিডনি এবং শরীরের অন্যান্য অঙ্গ প্রতঙ্গ দান করেন। যারা দান করেন তারা অবশ্যই মহান হৃদয়ের মানুষ। আমিও দান করতে চাই। আমার কাছে দান করার জন্য এর বেশি কিছু নেই। আমি মরণোত্তর স্তন দান করব।’
এমন ঘোষণায় বেশ সমালোচিত হচ্ছেন রাখি সাওয়ান্ত। কারণ, বিষয়টিকে কেউ ভালোভাবে নিতে পারেননি। এমন হাস্যকর ঘোষণা দিয়ে রাখি প্রকৃত দানকারীদের অপমান করেছেন বলে মন্তব্য করেছেন অনেকে।
সেলিব্রেটিবিডি/ এনজেটি
Discussion about this post