সেলিব্রেটিবিডি:
বিদেশ ভ্রমণকালে বলিউড তারকাদের প্রায়ই পড়তে হয় নানা বিড়ম্বনায়। অমিতাভ বচ্চন, শাহরুখ খানের মতো তারকাও আমেরিকাসহ বিভিন্ন দেশের বিমানবন্দরে তিক্ত অভিজ্ঞতার মুখে পড়েছিলেন।
এবার তেমনি এক অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হলেন বলিউড তারকা শিল্পা শেঠি। সম্প্রতি ছুটি কাটাতে ও ব্যবসায়িক কাজে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন শিল্পা। আর সেখানেই সিডনি থেকে মেলবোর্ন যাওয়ার সময় সিডনি বিমানবন্দরে বর্ণবাদের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন শিল্পা।
জানা যায়, শিল্পার সঙ্গে থাকা একটি ব্যাগকে বহন করার অনুমতি দিতে চায়নি সেখানকার ইমিগ্রেশনের নিরাপত্তারক্ষী সদস্যরা। উলটো তার সাথে দুর্ব্যবহারও নাকি করা হয়। এ বিষয়ে শিল্পা কান্টাস বিমান কর্তৃপক্ষ বরাবর অভিযোগও জানিয়েছেন। এর সুরাহা চেয়েছেন তিনি।
শিল্পার সাথে এমন আচরণে ক্ষেপেছেন তার ভক্তরাও। অস্ট্রেলিয়ায় এর আগেও সাধারন ভারতীয়দের বিমানবন্দরে হেনস্তার শিকার হতে হয়েছিলো।
সেলিব্রেটিবিডি/ এনজেটি
Discussion about this post