সেলিব্রেটিবিডি:
বলিউড তারকা কাজল বর্তমানে ব্যস্ত নতুন ছবি ‘হেলিকপ্টার এলা’র শুটিং নিয়ে। ছবিতে একজন মায়ের চরিত্রে অভিনয় করছেন তিনি।জানা গেছে, ছবিতে কাজলের স্বামী অজয় দেবগন অভিনীত একটি গানের রিমেক করা হচ্ছে। আর তাতে এবার নাচবেন কাজল।১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘বিজয়পথ’ ছবিতে ‘রুখ রুখ’ শিরোনামে একটি গানে অভিনয় করেছিলেন অজয় ও টাবু। সে ছবিতেই নাচবেন কাজল। গানটির শুটিং চলছে।
চলতি বছরে বলিউডে রিমেক করা হয়েছে সুস্মিতা অভিনীত ‘দিলবার’ গানটি। এটি বেশ সাড়াও ফেলেছে। ধারণা করা হচ্ছে অজয়ের এই রিমেক গানটি দিয়ে আবারও বেশ আলোচনার সৃষ্টি হবে। আর আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেন কাজল।
আগামী ১২ অক্টোবর কাজল অভিনীত ‘হেলিকপ্টার এলা’ ছবিটি মুক্তি দেয়া হবে
সেলিব্রেটিবিডি/এইচ আর
Discussion about this post