সেলিব্রেটিবিডি:
বয়স ৩০ পার হতে না হতেই চোখের তলায় কালি, মুখে বলিরেখা, ত্বক শিথিল হয়ে পড়া এই সব সমস্যা লেগেই থাকে। অনেকের আবার মুখে মেদ জমে তৈরি হয় ‘ডাবল চিন’। নানা ভাবে চলতে থাকে বয়স কমানোর চেষ্টা। বয়স বাড়ুক কিন্তু চেহারায় যেন না পড়ে বয়সের ছাপ। বয়স কম দেখানোর এই ব্যায়াম শেখালেন বলিউডের জনপ্রিয় নায়িকা দীপিকা পাড়ুকোন।
সম্প্রতি দীপিকা ইনস্টাগ্রামে পোস্ট করেন কীভাবে মুখের যোগব্যায়াম করে ত্বক মেদহীন ও টানটান রাখা যায়। দীপিকা নিজেই নানা রকম মুখভঙ্গি করে এই ভিডিওটি পোস্ট করেন।
বছরের পর বছর তারকারা দেখতে একই রকম থাকেন। অনেকেই টিপ্পনি কাটেন জন্মের পর থেকেই অমুক নায়িকাকে একই রকম দেখছি। অমুক নায়ক মনে হয় কোনো দিন বুড়ো হবেন না। তাদের এই বয়স ধরে রাখার পেছনে অনেক পরিশ্রম আছে। সেই কারণেই একই রকম থাকেন অনেক বছর।
পার্লারে গিয়ে নানারকম ফেশিয়াল বা বিউটি ক্লিনিকে গিয়ে অ্যান্টি এজিং ট্রিটমেন্ট করানোর আগে তাই মুখের যোগব্যায়াম অভ্যাস করা যেতেই পারে। কি, বয়স কমাতে ইচ্ছে হয়!
সেলিব্রেটিবিডি/ এনজেটি
https://www.instagram.com/p/BnojT1yn_PB/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again
Discussion about this post