সেলিব্রেটিবিডি:
মোশাররফ করিম ও ফারুক আহমেদ জুটি মানেই দর্শকদের জন্য অন্যরকম কিছু! এই জুটির ‘ফাঁদ ও বগার গল্প’ কিংবা ‘বিহাইন্ড দ্য সিন’-এর মত টেলিফিল্মগুলো দেখে এখনো যে কোনো দর্শক প্রাণ খুলে হাসেন। হাস্যরসাত্মক আর মজার সংলাপে ছোটপর্দার এই জুটি জায়গা করে নিয়েছে সব শ্রেণির দর্শকদের মনে।গত কুরবানী ঈদে এই জুটিকে আবারও দেখা গেল চ্যানেল আইয়ের বিশেষ টেলিফিল্ম ‘হিটলারের মৃত্যু চাই’তে। নামের মধ্যেই দর্শকদের মনে অন্যরকম এক কৌতূহলের সৃষ্টি হয়েছিলো। হিটলার তো মারা গেছে অনেক আগেই! এই সময় এসে আবার নতুন করে হিটলারের মৃত্যু চাচ্ছে কারা? কেনই বা চাচ্ছে? এরকম অনেক প্রশ্ন জন্মেছিল দর্শকের মনে।
হিটলারের মৃত্যু চায় মোশাররফ করিম। হিটলারকে হত্যা করতে চায় তার সহকারি ফারুক আহমেদ। কিন্তু কেন হিটলারের মৃত্যু চায় সে? কী সেই কারণ? কারণটা বোঝা গেল টেলিফিল্মের শুরুতেই। মজার একটা কারণ সেটি। যে কারণ শুনে শুরু থেকেই হাসির অন্যরকম এক আবহ তৈরী হবে দর্শকের মনে। এই হাসি চলতে থাকবে পুরো টেলিফিল্ম জুড়ে। ততক্ষণে চলবে হিটলারকে হত্যা করার অনেক জল্পনা কল্পনা। স্বয়ং হিটলারকে দেখা যাবে টেলিফিল্মে!
কিন্তু এখানেই শেষ না। সুখের পরে যেমন দুঃখ আসে, তেমনি হাসির পরে আসে কান্না। পুরো টেলিফিল্ম জুড়ে হাসতে থাকা দর্শক হঠাৎ করেই শেষ মুহূর্তে এসে থমকে যাবে! জানা যাবে হিটলারকে হত্যা করতে চাওয়ার আসল কারণ! কারণ বলতে গিয়ে মোশাররফ করিমের চোখ থেকে পানি পড়তে থাকবে টপ টপ করে। টেলিফিল্মটি উপভোগ করতে থাকা দর্শকদের চোখ দুটোও হয়তো টলমল করে উঠবে ততক্ষণে। মনের অজান্তেই অন্যরকম এক কষ্ট ছেয়ে যাবে দর্শক হৃদয়ে। ইশ, এমন কেন হয় আমাদের জীবন? পাথরচাপা কষ্ট বুকে চেপে দিব্যি হাসিমুখে জীবনটা পার করে দিচ্ছে আমাদের আশেপাশেরই কত মানুষ! দিন শেষে আমরা সবাই ভালো অভিনেতা। সেটা প্রমাণ হবে আরও একবার।শেষ পর্যন্ত মোশাররফ করিম কি হিটলারকে হত্যা করতে পারবে? নাকি গল্পের মোড় ঘুরে যাবে অন্যদিকে? জানতে হলে দেখতে হবে টেলিফিল্মটি।এটি রচনা ও পরিচালনা করেছেন আরিফ রহমান। অভিনয় করেছেন মোশাররফ করিম, ফারুক আহমেদ, জুঁই করিম, সুমন পাটোয়ারী, সোহেল খান, তারিক স্বপন, প্রমুখ।
সেলিব্রেটিবিডি/এইচ আর
Discussion about this post