সেলিব্রেটিবিডি:
আইয়ুব বাচ্চুর গাওয়া ‘কষ্ট’ গানের ভিডিওতে মডেল হয়েছিলেন টেলিভিশন উপস্থাপক ফারহানা নিশো। সেটা ২০০১ সালের কথা। মাঝে আর কোনো গানের ভিডিওতে পাওয়া যায়নি মডেল নিশোকে। এবার দীর্ঘ ১৭ বছর পর আসিফ আকবরের গাওয়া ‘তোমাকে যেন ভুলে যাই’ গানের ভিডিওতে মডেল হলেন নিশো।
১৪ ও ১৫ সেপ্টেম্বর ঢাকায় শুটিং হয়েছে ‘তোমাকে যেন ভুলে যাই’ গানের ভিডিওর। এ ভিডিওতে নিশোর সঙ্গে গায়ক আসিফকেও দেখা যাবে। দীর্ঘ বিরতির পর মডেল হওয়া প্রসঙ্গে নিশো বলেন, ‘আমি তো মডেল নই। একজন উপস্থাপক। তবে এবার আসিফ ভাইয়ের উত্সাহেই গানের মডেল হয়েছি। তাঁর কাছ থেকে গানের ভিডিওর গল্প শুনে দেখলাম আমার বাস্তব জীবনের সঙ্গে মিল আছে! এ কারণে কাজটি করলাম।’ ভিডিওর গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘এতে আসিফ আকবর ও আমার বাস্তব জীবন তুলে ধরা হয়েছে। এখানে আমাকে একজন সফল উপস্থাপক ও আসিফ আকবরকে সফল গায়ক দেখানো হয়েছে।’তরুণ মুন্সীর লেখা, সুর ও সংগীতে গানটির ভিডিও পরিচালনা করেছেন সৈকত নাসির। নির্মাতা জানান, ২৭ সেপ্টেম্বর ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
সেলিব্রেটিবিডি/এইচ আর
Discussion about this post