সেলিব্রেটিবিডি:
যুক্তরাষ্ট্রের মডেল হেইলি ব্লাডউইনকে শুধু বিয়েই নয়, সেদেশের নাগরিকত্বও নিতে চান রকস্টার জাস্টিন বিবার (২৪)।তার জন্ম কানাডায় হলেও ১৩ বছর বয়সেই তিনি পরিবারের সঙ্গে চলে আসেন আটলান্টায়।জনপ্রিয় বিনোদন সংবাদমাধ্যম টিএমজেড জানিয়েছে, কানাডার পাশাপাশি যুক্তরাষ্ট্রেরও নাগরিক হতে চান তিনি।
জানা গেছে বর্তমানে গ্রিনকার্ড নিয়ে লস অ্যাঞ্জেলেসে বাগদত্তা হেইলি বাল্ডউইনকে নিয়ে বসবাস করছেন জাস্টিন বিবার। যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের জন্য বয়স কমপক্ষে ১৮ বছর হওয়া এবং পাঁচ বছরের গ্রিন কার্ড থাকার শর্ত ইতোমধ্যেই পূরণ করেছেন। তাই এখন তার পারিবারিক ইতিহাস পরীক্ষা করবে এফবিআই। দিতে হবে আঙ্গুলের ছাপ এবং নাগরিকত্বের সাক্ষাৎকার। এতে সফল হলে নিতে হবে মার্কিন নাগরিকত্বের শপথ।যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেলে এই রকস্টার দেশটির যেকোন নির্বাচনে ভোট দেয়ার অধিকার পেলেও প্রেসিডেন্ট ও ভাইসপ্রেসিডেন্ট পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না
সেলিব্রেটিবিডি/এইচ আর
Discussion about this post