সেলিব্রেটিবিডি:
‘অসাধারণ’, ‘বাক্যহারা’, ‘অপূর্ব’…। ঠিক এই বিশেষণগুলোই এই মুহূর্তে আছড়ে পড়ছে সোশ্যাল ওয়ালে। সৌজন্যে ‘ঠগস অব হিন্দোস্তান’ ছবিতে অমিতাভ বচ্চনের ফার্স্ট লুক। সদ্য প্রকাশ্যে এসেছে এই লুক। তার পরই বিগ বি’কে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন দর্শক।
কস্টিউম, মেকআপ, ব্যাকগ্রাউন্ড থেকে এখনও পর্যন্ত অমিতাভকে মনে হচ্ছে এক জলদস্যু। তাঁকে এই ভূমিকাতেই দেখা যাবে বলে মনে করছেন বলি ইন্ডাস্ট্রির একটা বড় অংশ। এই ছবিতে শাহেনশার চরিত্রের নাম খুদাবক্স।২৫ সেকেন্ডের একটি ভিডিওর মাধ্যমে প্রকাশ্যে এসেছে অমিতাভের লুক। খোদ আমির খান লিখেছেন, ‘দ্য বিগেস্ট ঠগ অফ অল।’ তবে অনেকেই আবার জনি ডেপের ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর সঙ্গে অমিতাভের এই লুকের মিল খুঁজে পাচ্ছেন।
সেলিব্রেটিবিডি/এইচ আর
Discussion about this post