সেলিব্রেটিবিডি:
এই টমেটো বিক্রেতাকে যদি আমাদের বাড়ির সামনে রোজ দেখতে পেতাম!’ টুইটারে একজন মজা করে লিখেছেন। কেন লিখবেন না! এই টমেটো বিক্রেতা তো আর যে কেউ নয়, তিনি অমিতাভ বচ্চন। বলিউডের এই বরেণ্য অভিনেতা নাকি এখন ভ্যানে করে দাঁড়িপাল্লা দিয়ে টমেটো বিক্রি করছেন, সকালে বাড়ি বাড়ি সাইকেলে করে খবরের কাগজ বিলি করছেন। সেই ছবি আবার তিনি নিজেই টুইটারে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আজ টমেটো আর খবরের কাগজ দুটোই বিক্রি করেছি। অনেক দিন পর আজ আবার সাইকেল চালালাম। বন্ধুরা, নিজের ক্ষমতার বাইরে গিয়ে কখনো চিন্তা করবেন না। মানুষের কখন কেমন দিন আসে, তা বলা যায় না।’
অমিতাভ বচ্চনের এমন হাল কেন হলো? তিনি কোনো সিনেমার শুটিং করছেন? নাকি বিজ্ঞাপনচিত্র? সামাজিক কোনো বার্তা হয়তো পৌঁছে দিতে চান সবার কাছে। এ ব্যাপারে তিনি কিছুই বলেননি। হয়তো পুরো ব্যাপারটাতে চমক রাখতে চেয়েছেন।
তবে তাঁর এই ছবি দুটি ভাইরাল হওয়ার পর সবার মনে তা নিয়ে বিস্ময়ের অন্ত নেই। আর ছবির ক্যাপশন পড়ে সবাই আরও বেশি অবাক হচ্ছেন। কারও মতে, জীবনে যেকোনো পরিস্থিতির জন্য সবাইকে প্রস্তুত থাকতে বলছেন তিনি। অমিতাভ বচ্চন এখন ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সিজন ১০-এর শুটিং করছেন। পাশাপাশি তিনি অভিনয় করছেন ‘ব্রহ্মাস্ত্র’, ‘ধূমকেতু’ ও ‘গুমনাম’ ছবিতে।
অমিতাভ বচ্চন লিখেছেন, অনেক দিন পর আজ আবার সাইকেল চালালাম।
সেলিব্রেটিবিডি/এইচ আর
Discussion about this post