সেলিব্রেটিবিডি:
গেলো ঈদে রেদওয়ান রনির নির্মাণে ‘বিয়ের দাওয়াত রইলো’ টেলিছবিটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এবার ইউটিউবে মুক্তি পেলো এতে ব্যবহৃত নাম গানটি। মোশাররফ করিম, মিথিলা, মনোজ কুমার, সুমন পাটোয়ারী, মুকিত জাকারিয়া অভিনীত হাস্যরসাত্মক ‘বিয়ের দাওয়াত রইলো’ ঈদে দর্শকদের বাড়তি আনন্দ দিয়েছে। এবার এলো প্রতীক্ষিত ‘দাওয়াত’ গানের ভিডিও।
‘মন খুলে হয়ে যা রে লাউড, দাওয়াতে নাচবে ফুল ক্রাউড’- এমন কথার একটি বিয়ের গানের সঙ্গে নেচেছেন অর্চিতা স্পর্শিয়া। তার সঙ্গে তাল মিলিয়েছেন মোশাররফ করিম ও মিথিলা। ‘দাওয়াত’ শিরোনামের এই গানটি এখন সবার জন্য উন্মুক্ত। বাংলাফ্লিক্স ও বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে উপভোগ করা যাচ্ছে গানটি।
শর্মি হোসেইন ও অম্লান চক্রবর্তীর কথায় এর সুর ও সংগীতায়োজন করেছেন অম্লান চক্রবর্তী। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন তৃষা চ্যাটার্জি।
সেলিব্রেটিবিডি/এইচ আর
Discussion about this post