সেলিব্রেটিবিডি:
আবারও ভেঙেছে জনপ্রিয় টিভি তারকা অপি করিমের সংসার। গেল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে এমন খবরই ভেসে বেড়াচ্ছে শোবিজের অলিগলিতে। তবে অপি বা তার স্বামী নির্মাতা এনামুল করিম নির্ঝরের পক্ষ থেকে এর কোনো সত্যতা পাওয়া যায়নি। তাই সংসার ভাঙনের খবরটিকে গুঞ্জন বলেই ধরে নিয়েছেন সবাই।
তবে অপি করিম জানান, ভাঙনের খবর পুরোটাই মিথ্যে। তিনি বলেন, ‘সংসার ভাঙার খবরটি সত্য নয়। আমরা বেশ ভালো আছি, সুখে সংসার করছি। সবার দোয়ায় এভাবেই বাকি জীবনটা যেন কেটে যায়। দয়া করে কেউ এসব সেনসিটিভ বিষয় নিয়ে মুখরোচক খবর ছড়াবেন না।’
এই অভিনেত্রী আরও বলেন, ‘সকাল থেকেই আমি ক্লাসে ছিলাম। তাই অনেক কল রিসিভ করতে পারিনি। অসংখ্য কল এসেছে। সম্ভবত সবাই আমার সংসার ভাঙার খবর নিতে চাইছেন। সবার উদ্দেশ্যে বলছি, একটি মিথ্যে খবর খুব দ্রুত ছড়িয়েছে। এর বেশি কিছু নয়। আমরা ভালোবেসে বিয়ে করেছি এবং সুখে সংসার করছি। আমার স্বামী এখন ঢাকার বাইরে চট্টগ্রামে একটা প্রোজেক্টের কাজে আছেন। সেও খুব বিরক্ত এবং বিব্রত এসব গুজবে।’
প্রসঙ্গত, ভালোবাসার স্রোতে ভেসে ২০১৬ সালের ঈদের দিন অনেকটা গোপনেই বিয়ের পিঁড়িতে বসেন অপি করিম ও এনামুল করিম নির্ঝর। এটি ছিলো অপি করিমের তৃতীয় বিয়ে।
এর আগে ২০০৭ সালের ২৭ অক্টোবর সম্পূর্ণ পারিবারিক পছন্দে অপির বিয়ে হয়েছিল জাপান প্রবাসী ড. আসির আহমেদের সঙ্গে। ২০১১ সালের দিকে চার বছরের সেই সংসারে বিচ্ছেদ ঘটে। তার সঙ্গে বিচ্ছেদের পর ওই বছরই নাট্যনির্মাতা মাসুদ হাসান উজ্জলকে বিয়ে করেন এ অভিনেত্রী। কিন্তু সেই সংসারও টিকেনি বেশিদিন।
এরপর নির্মাতা এনামুল করিম নির্ঝরকে বিয়ে করেন। দুবছর যেতে না যেতে সংসার ভাঙনের গুঞ্জনে শোবিজে খানিকটা ইতস্তত আবহাওয়া। সবার প্রত্যাশা ভাঙনের খবরটি যেন গুঞ্জনই হয়। ভালোবাসার দাম্পত্যে সুখের পায়রা হয়ে বাকি জীবনটা কেটে যাক অপি ও নির্ঝরের।
সেলিব্রেটিবিডি/ এনজেটি
Discussion about this post